নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ
। এসময় দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সোমবার রাতে (১৭ ফেব্রুয়ারি) নরসিংদী শহরতলীর হাজীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো ১) সুমন মিয়া (২২), ২) আল আমিন (২৪), ৩) মেহেদি হাসান মুন্না (২৫), ৪) মোঃ নুরুল ইসলাম (২৫) ও ৫) কদর খন্দকার (২২) সর্বসাং-দত্তপাড়া, থানা- নরসিংদী সদর, জেলা- নরসিংদী। এ সময় গ্রেফতারকৃত ডাকাতদের নিকট হতে ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র (২টি চাপাতি, ১টি স্টিলের চাইনিজ কুড়াল ও ১টি পাইপ) উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন সময় বিভিন্ন লোকজনদের আটক ও জিম্মি করে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিতো। এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
Tag: Zilla News

No comments: