এনামুল বাছিরের মহাপরিচালক পদে পদোন্নতির মামলা খারিজ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরকে কেন পদোন্নতি দেওয়া হবে না, তা জানতে চেয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ রায় দেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। এনামুল বাছিরের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ কামাল হোসেন।
এনামুল বাছিরের মহাপরিচালক পদে পদোন্নতি পেতে দুদকের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিটের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। মামলার রুল খারিজ হয়ে যাওয়ায় এনামুল বাছিরের জন্য মহাপরিচালক পদ খালি রাখার আর কোনও সুযোগ নেই বলে জানান দুদক আইনজীবী।
ডিআইজি মিজানুর রহমানকে অবৈধ সুযোগ দিতে ৪০ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই ডিআইজি মিজান ও বাছিরের বিরুদ্ধে মামলা করে দুদক।
Tag: Featured

No comments: