Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ঢাকায় মেট্রোরেলের মকআপ ট্রেন, মতিঝিল-দিয়াবাড়ি রুট চালু আগামী বছর




ঢাকায় মেট্রোরেলের মকআপ ট্রেন, মতিঝিল-দিয়াবাড়ি রুট চালু আগামী বছর ঢাকায় আনা হয়েছে মেট্রোরেলের মকআপ ট্রেন। সম্প্রতি জাপান থেকে আনা ট্রেনটি উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল প্রকল্পের নির্মাণাধীন এক্সিবিশন সেন্টারে রাখা হয় আগামী মাসের শেষ সপ্তাহে উন্মুক্ত করে দেয়া হবে জনসাধারণের জন্য এছাড়া মার্চের ১৫ তারিখ নাগাদ দেশে আসতে শুরু করবে মেট্রোরেলের বিকেলে উত্তরা এলাকায় সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এসময় তিনি বলেন করোনা ভাইরাসের কারণে মেট্রোরেলের কাজে কোন প্রভাব পড়ছে না ২০২১ সালের ডিসেম্বরের ডিসেম্বরে দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত পুরোই পথের উদ্বোধন করা হবে। ঢাকার রাস্তায় যারা ঘণ্টার পর ঘণ্টা ধরে যানজটে দুর্ভোগ পোহান তাদের মনে হয়তো কিছুটা স্বস্তি ফিরবে অন্তত ঢাকায় আনা হয়েছে মেট্রোরেলের মকআপ ট্রেনের ছবি দেখে। নির্মাণাধীন মেট্রোরেলের ট্রেনগুলো আসলে কেমন হবে তার একটি অবয়ব আনা হয়েছে উত্তরা দিয়াবাড়ি প্রকল্পের নির্মানাধীন এক্সিবিশনস অ্যান্ড ইনফরমেশন সেন্টারে। গতকাল মেট্রোরেলের এই মকআপ বডির ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তা গণমাধ্যমের সামনে আনলো মেট্রোরেল কর্তৃপক্ষ, যদিও তা মোড়ানো ছিল প্লাস্টিকে। প্রকল্প পরিচালক জানান, একটি এক্সিবিশন সেন্টার নির্মাণ করছে মেট্রোরেল কতৃপক্ষ। এখানে স্টেশনে টিকেট কাটা থেকে শুরু করে ট্রেনে ওঠা পর্যন্ত প্রতিটি ধাপের সঙ্গে পরিচিত হবার সুযোগ থাকছে। আগামী মাসে ট্রেনের বগি আসা শুরু করবে। প্রতিটি ট্রেনে ৬ টি বগি থাকবে। মকআপ বগির দৈর্ঘ্য একটু কম হলেও বাস্তবে একএকটি বগি লম্বা হবে ৬০ ফিট। দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম ধাপ আগে উদ্বোধন করার পরিকল্পনা থাকলেও সেখান থেকে সরে এসেছে, পুরোটাই একবারে চালুর করার পরিকল্পনা রয়েছে ২০২১ এর ডিসেম্বর নাগাদ। এখন পর্যন্ত মূল কাজের অগ্রগতী হয়েছে ৪৬ শতাংশ






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply