
অনুষ্ঠিত মেহেরপুরে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরনের উপর শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার সময় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বেসরকারি সংস্থা আশা’র আয়োজনে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতাউল গণি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাঃ ফজলে রহমান, আশা কেন্দ্রীয় কার্যালয়ের জয়েন্ট ডেপুটি ডিরেক্টর শেখ ওবায়দুল্লাহ প্রমুখ। আশা জেলায় ১২টি ব্রাঞ্জের মাধ্যমে ১৮০টি শিক্ষা কেন্দ্রে ১৮০জন শিক্ষা সেবিকার মাধ্যমে ৫ হাজার ৩৯৯ জন শিক্ষার্থীকে পাঠদানে সহায়তা করে আসছে। কর্মশালায় ৮০ টি শিক্ষা কেন্দ্রের ৮০ জন শিক্ষা সেবিকাসহ কর্মকর্তা ও কর্মচারিরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে যেন কোন শিক্ষার্থী ঝরে না পড়ে সেজন্য সকলকে একসাথে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে শিক্ষকও অভিভাবকদের সচেতন হতে হবে। তাহলে প্রাথমিক স্তরে শিক্ষার্থী ঝরে যাওয়া রোধ করা সম্ভব হবে।
No comments: