চেলসির বিপক্ষে ম্যানইউর জয়
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সোমবার স্ট্যামফোর্ড ব্রিজে শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমনে জমে উঠে খেলা।
২৩ মিনিটে চেলসি গোলের সুযোগ নষ্ট করলেও ৪৫ মিনিটে ভুল করেনি ইউনাইটেড।
ইংলিশ রাইট-ব্যাক অ্যারন ওয়ান-বিসাকার ক্রসে হেডে দলকে এগিয়ে নেন ফরাসি ফরোয়ার্ড অ্যান্থনি মার্সিয়াল।
দ্বিতীয়ার্ধে নেমেই গোল শোধে মরিয়া চেলসি আর ব্যবধান বাড়াতে চায় ম্যানইউ। ভাগ্যে ফেরে গোলবঞ্চিত হয় চেলসি। তরুণ ইংলিশ মিডফিল্ডার ম্যাসন মাউন্টের শট পোস্টে লেগে ফিরে আসে।
৬৬ তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রেড ডেভিলসরা। পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেসের বাড়ানো বলের হেডে ঠিকানা খুঁজে নেন ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার।
এরপর আর কোনও দলই গোলের দেখা না পাওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠে ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।
Tag: games

No comments: