নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা থাকলেও দলে কোনও বিভেদ নেই: রেজাউল করিম চৌধুরী
বর্তমান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ আওয়ামী লীগের নেতাদের নিয়ে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী চট্টগ্রামের প্রয়াত নেতাদের কবরে গিয়ে শ্রদ্ধা জানান। ছবি: আরটিভি অনলাইন
স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা থাকলেও দলের কোনও পর্যায়ে মতবিরোধ নেই বলে দাবি করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে (চসিক) আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।
আজ বৃহস্পতিবার দুপুরে নগর আওয়ামী লীগের নেতাদের নিয়ে চট্টগ্রামের প্রয়াত নেতাদের কবরে গিয়ে শ্রদ্ধা জানানোর পরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
এর আগে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে সঙ্গে প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় যান রেজাউল করিম চৌধুরী । পরে সেখান থেকে নেতা-কর্মীদের নিয়ে চট্টগ্রামের প্রয়াত নেতাদের কবরে গিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় রেজাউল করিম চৌধুরী বলেন, নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম নগরীকে বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা হবে।
এদিকে, একই সময়ে বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন জানান, ‘দলের সবাই ঐক্যবদ্ধ রয়েছেন। দলে কোনও বিভেদ নেই। তিনি মেয়র হওয়ার জন্য যেভাবে কাজ করতেন, দলীয় প্রার্থীর জন্য সেভাবে কাজ করবেন।’
এ সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আইন সম্পাদক ইফতেখার সাইমুন চৌধুরীসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
Tag: Featured
No comments: