সেই রাহীতেই স্বস্তি টাইগার শিবিরে
রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে টাইগাররা দারুণ সূচনা করলেও সেটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। আজহার আলী ও শান মাসুদের জুটিতে ভালো সামাল দিয়েছে পাকিস্তান। তবে লাঞ্চের আগে ত্রাতার ভূমিকায় সেই রাহী। পাক অধিনায়ক আজহার আলীকে স্লিপে শান্তর তালুবন্দি করেন তিনি। শেষ পর্যন্ত ২৭ ওভারে ২ উইকেটে ৯৫ রানে সংগ্রহ করে লাঞ্চে গেছে পাকিস্তান।
এর আগে, দিনের শুরুতে আবু জায়েদ রাহীর হাত ধরে আসা সাফল্যে পাকিস্তানকে চেপে ধরেছিল বাংলাদেশ। কিন্তু দারুণ ব্যাটিংয়ে সেই চাপ উল্টো বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেন শান মাসুদ ও আজহার আলী। দ্বিতীয় উইকেটে ৯১ রানের জুটি গড়েন তারা। চমৎকার ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি তুলে নেন শান মাসুদ। রুবেল হোসেনের বলে সিঙ্গেল নিয়ে পাকিস্তানি ওপেনার পেয়ে যান টেস্ট ক্যারিয়ারের সপ্তম ফিফটি। মাত্র ৫৪ বলে মাইলফলকটিকে পৌঁছাতে মেরেছেন ৯ বাউন্ডারি।
অন্যদিকে, আউট হওয়ার আগে ৫৯ বলে ৪ বাউন্ডারিতে করেন ৩৪ রান করেন আজহার আলী। বাংলাদেশি পেসারের রাহীর বাঁক নেওয়া বল পাকিস্তান অধিনায়কের ব্যাটের কানায় লেগে আশ্রয় নেয় স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর হাতে।
এর আগে দিনের দ্বিতীয় ওভারে পাকিস্তানি ওপেনার আবিদ আলীকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন রাহী। আজ ০ রানে ফেরা আবিদের টেস্ট ক্যারিয়ারের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। অভিষেক সেঞ্চুরি দিয়ে রাঙানোর পর দ্বিতীয় টেস্টে খেলেন ১৭৪ রানের ইনিংস। বাংলাদেশের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট সেঞ্চুরির প্রত্যাশা ছিল। কিন্তু কোনও রানই করতে পারেননি তিনি।
No comments: