টেস্ট মিশনে বাংলাদেশ
কাতার এয়ারওয়েজের বিজনেস ক্লাসে একই ফ্লাইটে সবার টিকেট পাওয়া যায়নি। যে কারণে এক ঘণ্টা আগের আরেকটি ফ্লাইটে দোহার উদ্দেশে রওনা হয়েছেন চার ক্রিকেটার, নির্বাচক হাবিবুল বাশার সুমন ও ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। মঙ্গলবার ৫টা ৩০মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে তাদের বিমান।
ক্রিকেটারদের মধ্যে ছিলেন সৌম্য সরকার, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন ও ইবাদত হোসেন। দোহা পৌঁছে তারা অপেক্ষা করবেন তামিম-মাহমুদউল্লাহ-মুমিনুলদের জন্য। টাইগারদের বড় বহরটি সন্ধ্যা ৬টা ৫০মিনিটের ফ্লাইটে ঢাকা ছেড়ে যাবে। দলের সবাই দোহায় একত্রিত হওয়ার পর ইসলামাবাদ হয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডি পৌঁছাবে।
টি-টুয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল গিয়েছিল চার্টার্ড ফ্লাইটে। সময় লেগেছিল খুবই কম। এবার বিমান জার্নি বেশ দীর্ঘ। বাংলাদেশ দল রাওয়ালপিন্ডি পৌঁছাবে বুধবার সকালে। বৃহস্পতিবার অনুশীলন করে শুক্রবারই তামিম-মুমিনুলরা নেমে পড়বেন স্বাগতিকদের বিপক্ষে টেস্ট খেলতে।
পাকিস্তান রওনা হওয়ার আগে দলের তরুণ পেসার ইবাদত হোসেন শুনিয়ে গেছেন আশার কথা। তিনি মনে করেন সেরাটা খেলতে পারলে টেস্ট জিতে আসা সম্ভব, ‘তামিম ভাই, মুমিনুল ভাই রানের মধ্যে আছে। অন্যরাও ভালো টাচে আছে। মনে হচ্ছে আমরা যদি ভালো খেলতে পারি, আমরা পাকিস্তানকে হারাতে পারি।’
বাংলাদেশ দলের মিডলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন অবশ্য কথা বলেছেন বাস্তবতা মনে রেখেই, ‘আমরা যে ম্যাচই খেলতে যাই, জেতার উদ্দেশ্যে যাই। তারপরও বাস্তবতাটা মানতে হবে। কারণ ওদের হোম কন্ডিশন, ওদের অনেক কোয়ালিটি বোলার আছে। অবশ্যই আমাদের জন্য সিরিজটা চ্যালেঞ্জিং হবে। আমাদের দলটাও অনেক ভালো। আমরা যদি সেরাটা দিতে পারি, অবশ্যই ভালো কিছু হবে।’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তানে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। বর্তমান দলটির কোনো খেলোয়াড়েরই নেই দেশটির মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা। টাইগারদের চ্যালেঞ্জিং মিশনে যাচ্ছেন না মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। দেশসেরা ব্যাটসম্যানকে দল যে মিস করবে অধিনায়ক মুমিনুল সেটি জানিয়েছেন।
দুই টেস্টের জন্য ১৬ ক্রিকেটার নিয়ে গত ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ। পাকিস্তান সফরে সিরিজের প্রথম টেস্টের জন্য টাইগার দল ১৪ সদস্যের। হয়েছে অনেক অদল-বদল। মুশফিক যাচ্ছেন না, সাময়িক অবসর কাটিয়ে ফিরেছেন তামিম ইকবাল। চোটের কারণে দলে নেই সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন। ফিরেছেন সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত।
টেস্টে ভালো সময় যাচ্ছে না বাংলাদেশের। দেশের মাটিতে আফগানিস্তানের কাছে হারের পর ভারত সফরে দুই ম্যাচের সিরিজে হোয়াইওয়াশ হতে হয়েছে। সবশেষ দুটি সিরিজের ব্যর্থতা পাশ কাটিয়ে পাকিস্তান সফরে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা শুনিয়েছেন অধিনায়ক মুমিনুল।
প্রথম টেস্টের দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহি, আল-আমিন হোসেন, রুবেল হোসেন।
Tag: games
No comments: