Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মোংলা বন্দরের চেয়ারম্যান হলেন রিয়ার অ্যাডমিরাল একে আজাদ




খুলনার মোংলা বন্দরের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন সাবেক নৌগোয়েন্দা প্রধান রিয়ার অ্যাডমিরাল শেখ আবুল কালাম আজাদ। পূর্বতন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মোজাম্মেল হকের স্থলাভিষিক্ত হলেন তিনি। আর একে আজাদের স্থলে নতুন নৌগোয়েন্দা প্রধানের দায়িত্ব পেয়েছেন কমোডর আফজাল। দায়িত্ব গ্রহণের পর একে আজাদ মোংলা বন্দরকে নতুন রূপে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন। নৌবাহিনীর এই চৌকস কর্মকর্তা এর আগে নৌগোয়েন্দা প্রধানের দায়িত্ব পালন করেন। তারও আগে তিনি র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার প্
রধান ছিলেন। মিডিয়াবান্ধব আবুল কালাম আজাদের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড সেসময় যারপরনাই প্রেশংসিত ছিল। দেশজুড়ে র‌্যাবের সাফল্যমণ্ডিত কর্মকাণ্ড তখন মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে পৌঁছে গিয়েছিল। এমনকি সাধারণ মানুষকে সচেতন করতেও একে আজাদ ও তার মিডিয়া টিম সাংবাদিকদের মাধ্যমে যৌথভাবে কাজ করেছে শহর থেকে প্রত্যন্ত এলাকায়। ১৯৬৭ সালের ৩০ এপ্রিল কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামে জন্মগ্রহণ করেন শেখ আবুল কালাম আজাদ। অত্যন্ত সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান আজাদের পরিবার ও নিকটাত্মীয়দের মধ্যে অন্তত শতাধিক মুক্তিযোদ্ধা রয়েছেন। যাঁদের অবদান শুধু কুমারখালী থানাতেই নয়, পুরো কুষ্টিয়া জেলাতেও সর্বজনবিদিত। রাজনীতিক পরিবারে বেড়ে ওঠা আজাদের বাবা শেখ ওসমান গনি এলাকার বিশিষ্ট সমাজকর্মী। আজাদ এবং তার অন্য ভাইদের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের কারণে তার মাতা খোদেজা বেগম এলাকায় রত্নগর্ভা হিসেবে পরিচিত। তার মামা আব্দুল মান্নান খান বহুদিন ধরে কুমারখালি উপজেলার চেয়ারম্যান ও জনদরদী হিসেবে সুপরিচিত। এমনকি তার মামাত ও খালাত ভাইয়েরাও বহুদিন ধরে স্থানীয় নির্বাচনে ভোটে জিতে প্রতিনিধিত্ব করছেন। গণমানুষের কাছে এই পরিবারটির গ্রহণযোগ্যতা অনস্বীকার্য। পাবনা ক্যাডেট কলেজ থেকে পাশ করে ১৯৮৫ সালের জানুয়ারি মাসে নৌবাহিনীতে যোগ দিয়ে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেছিলেন একে আজাদ। বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা হিসেবে রিয়ার অ্যাডমিরাল শেখ আবুল কালাম আজাদ দেশে এবং বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ব্রিটানিয়া রয়্যাল নেভাল কলেজ থেকে আন্তর্জাতিক সাব লেফটেনেন্ট কোর্স করেন। এমনকি লন্ডনের রয়্যাল নেভাল কলেজ থেকে প্রাইমারি স্টাফ কোর্স, তুরস্ক থেকে তার্কি ভাষার স্পেশাল কোর্স এবং গানারি স্পেশালাইজেশন কোর্স, ভারত থেকে ইন্টারন্যাশনাল হিউমেনিটেরিয়ান ল, আমেরিকা থেকে এক্সিকিউটিভ ডিসিশন ম্যাকিং কোর্স ছাড়াও প্রসিদ্ধ অন্যান্য প্রতিষ্ঠান থেকে উল্লেখযোগ্য কোর্স সম্পন্ন করে সার্টিফিকেট লাভ করেন। ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স সম্পন্ন করা আবুল কালাম আজাদ চেয়ারম্যান হিসেবে যোগদান করে মোংলা বন্দরের প্রতি ইঞ্চি মাটি ব্যবহারযোগী করার প্রত্যয় ব্যক্ত করেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply