রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাত
বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় প্রধানমন্ত্রী বরাবর মুক্তিযোদ্ধাদের স্মারকলিপি প্রদান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন জানান, ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন বিষয় বিশেষ করে সম্প্রতি তাঁর ইতালি, সংযুক্ত আরব আমিরাত এবং স্পেন সফর নিয়ে আবদুল হামিদের সঙ্গে আলোচনা করেন।’
প্রেস সচিব বলেন, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একে অপরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।
প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বঙ্গভবনে পৌঁছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর পত্নী রাশিদা খানম এ সময় তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির নৈশভোজে যোগ দেন। এ সময় অন্যান্যের মধ্যে রাষ্ট্রপতির পত্নী রাশিদা খানম, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। বাসস

No comments: