বাংলা ওয়েবসাইট চালু করলো মার্কিন দূতাবাস
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ঢাকায় মার্কিন দূতাবাসের বাংলা ওয়েবসাইট। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারিধারায় আমেরিকান সেন্টারে দেশটির চ্যার্জ দ্য অ্যাফেয়ার্স জোয়ান ওয়াগনার ওয়েবসাইটের বাংলা ভার্সনের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মাঝে দ্বিপক্ষীয় সর্ম্পকই শুধু নয়, এর মাধ্যমে উভয় দেশের মানুষের মাঝে সম্পর্ক আরও একধাপ এগিয়ে যাবে।
জোয়ান বলেন, ভিসা, শিক্ষাসহ সব বিষয় এখানে বিস্তারিত থাকবে। সাধারণ মানুষ বিশেষ করে যারা ভ্রমণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাবেন, তাদের যেন ভিসা প্রসেস থেকে শুরু করে সব কিছু সহজেই করতে পারেন, সেজন্যই বাংলা ভার্সন চালু করা হয়েছে।
No comments: