নওগাঁয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক
আজ ভোরে নওগাঁ জেলার মান্দা উপজেলার চকউমেদ গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)।
আটক ডাকাত সদস্যরা, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বাসিন্দা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সাথে নিজেদের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে তারা। আটকের সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
ইতোপূর্বে বিভিন্ন ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে বলে জানায় পুলিশ। নতুন করে মান্দা থানায় তাদের বিরুদ্ধে আর একটি মামলা করা হয়েছে।
Tag: Zilla News
No comments: