আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির নেতিবাচক প্রচারণার কারণেই ভোটার উপস্থিতি কম ছিল। বিএনপির ভোটাররা কেন্দ্রে আসেনি। এমনকি তাদের এজেন্টদের কেউ কেউ কেন্দ্রে না এসে কক্সবাজার বেড়াতে গেছেন, এ খবরও এসেছে।’
তথ্যমন্ত্রী আরো বলেন, ‘কোথাও কেন্দ্র দখল হয়নি, সংঘাত ও সংঘর্ষ হয়নি। এ নির্বাচন নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। এ সমস্ত বিচারে অত্যন্ত ভালো হয়েছে। সাংবাদিক আহত হওয়ার ঘটনার নিন্দা জানাই। তবে জানতে পেরেছি, বিএনপির কাউন্সিলর প্রার্থী এ ঘটনা ঘটিয়েছে।
জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। এখন বিএনপি ষড়যন্ত্র করছে।’
গতকাল শনিবার ঢাকার দুই সিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আতিকুল ইসলাম। ঢাকা দক্ষিণ সিটিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ঢাকা উত্তর সিটিকে বিএনপির প্রার্থী ছিলেন তাবিথ আউয়াল ও দক্ষিণে প্রার্থী ছিলেন ইশরাক হোসেন। d
No comments: