গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামে ভৈরব নদের পাড়ে নির্মাণাধীন ওয়াকওয়ে নির্মাণের স্থান পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ওয়াক ওয়ে নির্মাণাধীন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেশকিছু পথ পায়ে হেঁটে এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় জনসাধারণের সাথে কথাবার্তা বলেন। এসয় জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ভৈরব নদের পাড়ের ওয়াকওয়ে নির্মাণের পরিদর্শন
Tag: Zilla News
No comments: