লোকসভায় বাংলাদেশি দুই নেতার নাম নিলেন মোদি
ভারতের লোকসভায় বাংলাদেশি প্রয়াত দুইজন নেতাকে স্মরণ করেছেন। তারা হলেন - ভূপেন্দ্র কুমার দত্ত ও যোগেন্দ্রনাথ মণ্ডল। এ দুই নেতাকে নিয়ে ঐতিহাসিক প্রসঙ্গ উত্থাপন করে মোদি বলেন, ভূপেন দত্ত আর যোগেন মণ্ডল ছিলেন সেই বিরল হিন্দু রাজনীতিবিদদের অন্যতম, যারা দেশভাগের সময় পূর্ব পাকিস্তানে (বাংলাদেশ) থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
বুধবার (৬ ফেব্রুয়ারি) পার্লামেন্টে রাষ্ট্রপতির ভাষণের ওপর বিতর্কের সময় তিনি এসব কথা টেনে আনেন। খবর ইন্ডিয়া টুডের।
মোদি তার ভাষণে আরো বলেন, পরে তাদের দুজনকেই (ভূপেন্দ্র কুমার দত্ত ও যোগেন্দ্রনাথ মণ্ডল) পূর্ব পাকিস্তান থেকে ভারতে চলে আসতে হয়, আর তাদের মৃত্যুও হয় ভারতেই। ভূপেন্দ্র কুমার দত্ত ভারতের জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্যও হন।
উল্লেখ্য, যশোরের সন্তান ভূপেন্দ্র কুমার দত্ত স্বাধীনতা সংগ্রামের নেতা ছিলেন। আর যোগেন্দ্রনাথ মণ্ডলের জন্ম বরিশালে। দেশভাগের পর তিনি পাকিস্তান সরকারের প্রথম আইনমন্ত্রী ছিলেন।
বিশেষজ্ঞরা বলছেন, বিতর্কিত এনআরসি সংশোধনী আইনের পক্ষে যুক্তি দেখাতে গিয়েই এই দুই নেতার নাম নিয়েছেন মোদি।
ওই সে সময় পাকিস্তান গঠন পর্বে সংবিধান প্রণয়নসহ মন্ত্রিসভায় ভূপেন্দ্র কুমার দত্ত ও যোগেন্দ্রনাথ মণ্ডলের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পরে পাকিস্তান সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে দ্বিমতের কারণে তারা সংসদ সদস্যপদ ত্যাগ করেন। ভূপেন্দ্র কুমার দত্ত পাকিস্তানের সংবিধান সভা থেকে আর যোগেন্দ্রনাথ মণ্ডল সে দেশের প্রথম মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন।
No comments: