করোনা: সদস্যদের ঋণ দেওয়ার সিদ্ধান্ত সুপ্রিমকোর্ট বারের
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সদস্যদের ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এর জন্য সদস্যরা সরাসরি বা ইমেইলের মাধ্যমে ২৫ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।
বুধবার (১৫ এপ্রিল) ভিডিও কনফারেন্সে এক বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
তিনি বলেন, ১৩ তারিখ দায়িত্ব নিয়ে বুধবার সভাপতি এ এম আমিন উদ্দিনের সভাপতিত্বে কনফারেন্স করে করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে সদস্যদের বিনাসুদে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সদস্যদের ২৫ এপ্রিলের মধ্যে এ ঋণের জন্য আবেদন করতে হবে সরাসরি কিংবা ইমেইলের মাধ্যমে। সকাল ১১ টা থেকে দুপুর একটা পর্যন্ত সমিতির অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। এছাড়া সমিতির ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে।
ফলাফল ঘোষণার একমাসের মাথায় সোমবার ১৩ এপ্রিল বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে এক সীমিত অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করে নতুন কমিটি। ১১ ও ১২ মার্চ দুইদিনব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ১৩ মার্চ সকালে ফলাফল ঘোষণা করেন নির্বাচন উপ কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী এএফ হাসান আরিফ।
নির্বাচনে সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) জয়ীরা হলেন- সভাপতি পদে আবু মোহাম্মদ আমিন উদ্দিন (এএম আমিন উদ্দিন), সহ-সভাপতি মো. মনিরুজ্জামান সহ-সম্পাদক মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া ও মোহাম্মদ ইমতিয়াজ ফারুক, সদস্য পদে মো. হুমায়ুন কবির, মোহাম্মদ মশিউর রহমান।
বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে (নীল প্যানেল) জয়ীরা হলেন- সহ-সভাপতি মো. আব্দুল জব্বার ভূঁইয়া সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজল, কোষাধ্যক্ষ রাগীব রউফ চৌধুরী,সদস্য আমিরুল ইসলাম ( খোকন), মার-ই-আম খন্দকার, মোহাম্মদ মোহাদ্দেস-উল-ইসলাম (টুটুল), মোহাম্মদ মহসিন কবির,মোহাম্মদ সাইফ উদ্দিন (রতন)।
Tag: Featured
No comments: