কুয়েত-মৈত্রী হাসপাতালের চিকিৎসকের শরীরে করোনা
কুয়েত-মৈত্রী হাসপাতালের একজন চিকিৎসকের করোনা পজেটিভ আসার পর শঙ্কায় রয়েছেন অন্য সহকর্মীরা। এ অবস্থায় চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্তের সংস্পর্শে আসা বাকি চিকিৎসকদের বিষয়ে এখনই সিদ্ধান্ত নেয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এবার করোনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট এসেছে কুয়েত মৈত্রী হাসপাতালের এক চিকিৎসকের। মঙ্গলবার দিনগত (১৪ এপ্রিল) রাতে নিজের করোনা সংক্রমণের কথা জানতে পারেন তিনি।
এদিকে সহকর্মীর সংক্রমণের খবরে কিছুটা বিচলিত একই সঙ্গে থাকা অন্য সহকর্মীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই তার সংস্পর্শে আসা বাকি চিকিৎসকদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা।
Tag: others
No comments: