করোনার প্রকোপে গোটা দেশে লকডাউন। এই পরিস্থিতি সংকটে পড়েছেন মুম্বইয়ের কিছু নিম্ন মধ্যবিত্র পাপারাৎজি। এবার তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িতে দিলেন অভিনেতা হৃত্বিক রোশন।
জানা যাচ্ছে, লকডাউনের এই পরিস্থিতিতে অর্থনৈতিক ভাবে সমস্যায় পড়া কিছু পাপারাৎজির পাশে দাঁড়িয়েছেন হৃত্বিক রোশন। একথা জানা যাচ্ছে খ্যাতনামা পাপারাৎজি ভাইরাল ভায়ানির ইনস্টাগ্রাম পোস্ট থেকে। তিনি লিখেছেন, ''গোটা পৃথিবী এই মুহূর্তে কঠিন সমস্যার মধ্যে দিয়ে চলছে। কিছু সংস্থা বেতনে কাটছাঁট করা শুরু করেছেন। আবার বেশকিছু মিডিয়া হাউস বন্ধও হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমরা সংকটের মধ্যে দিন কাটাচ্ছি। আমার একটা বড় টিম রয়েছে, যাঁরা রাস্তায় বের হয়ে তারকাদের ছবি তোলেন। এই পরিস্থিতিতে আমাদের আয়ের সেই উৎস বন্ধ। আমার নিজের পরিবার ছাড়াও আরও ১৫ জন রয়েছেন, যাঁদের উপার্জন নির্ভর করে আমার ছবির সাবস্ক্রিপশন ও ইনস্টা পোস্টের মাধ্যমে। এই পরিস্থিতিতে এগিয়ে এসেছেন হৃত্বিক রোশন। তিনি কিছি নিম্ন মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন।''
করোনার জন্য লকডাউন, নিম্ন মধ্যবিত্ত পাপারাৎজির পরিবারের পাশে হৃত্বিক
Tag: Entertainment
No comments: