Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » করোনা: চীনে সংশোধিত তালিকায় বাড়লো মৃত ও আক্রান্তের সংখ্যা




চীনে করোনাভাইরাসে মৃত্যুর হার নিয়ে অনেকেরই সন্দেহ রয়েছে। যুক্তরাষ্ট্র সরাসরিই বলেছে যে, মৃত্যুর সংখ্যা নিয়ে লুকোচুরি করেছে বেইজিং। এমন সন্দেহের মাঝেই শুক্রবার সংশোধিত মৃত্যু সংখ্যা প্রকাশ করা হয়েছে উহানে। সংশোধিত তালিকায় নতুন করে মৃতের সংখ্যা যুক্ত হয়েছে ১ হাজার ২৯০ জন। ফলে উহানে মোট মৃত্যু ৩ হাজার ৮৬৯ জনে দাঁড়ালো। সিনহুয়া এই তথ্য নিশ্চিত করে বলছে, উহানে করোনায় মৃতের প্রকৃত সংখ্যা ৩ হাজার ৮৬৯ জন। এ তালিকায় নতুন করে ১ হাজার ২৯০ জনের নাম যোগ করা হয়েছে। আক্রান্তের সংখ্যাও সংশোধন করা হয়েছে। নতুন ৩২৫ জন যোগ করে উহানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৩৩৩ জন। বিজ্ঞাপন বিজ্ঞাপন সংশোধিত তালিকা প্রকাশ করায় চীনে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩২ জনে। মোট আক্রান্ত ৮২ হাজার ৬৯২। সংশোধিত তালিকা প্রসঙ্গে উহান কর্তৃপক্ষ বলছে, অনেকেই চিকিৎসকের কাছে যাওয়ার আগেই বাড়িতে মৃত্যুবরণ করেছেন। সেসময় তাদের অনেকেরই করোনার টেস্ট করা হয়নি এবং মহামরির তীব্রতায় মেডিক্যাল কর্মীরা ব্যস্ততার সঠিক সময়ে তথ্য জমা দিতে পারেননি। চীনে করোনাভাইরাস শুরু হলেও বিশ্বে সর্বাধিক করোনায় আক্রান্ত দেশ এখন যুক্তরাষ্ট্র। এরপরই আছে ইটালি, স্পেন, ফ্রান্স এবং যুক্তরাজ্য, জার্মানি। জন হপকিন্স ইউনিভার্সিটি বলছে, করোনায় আক্রান্তদের ৮০ শতাংশই আমেরিকা-ইউরোপে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply