Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » কিম জং উন 'বেঁচে আছেন'




উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বেঁচে আছেন এবং ভালো আছেন বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জেই ইনের শীর্ষস্থানীয় কূটনৈতিক উপদেষ্টা মুন চুং-ইন মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছে। তিনি বলেন, আমাদের সরকারের অবস্থানটি অত্যন্ত পরিস্কার যে, কিম জং উন বেঁচে আছেন এবং তার শারীরিক অবস্থা ভালো। দক্ষিণ কোরীয় এ কূটনীতিক আরো জানান, গত ১৩ এপ্রিল থেকে উন উত্তর কোরিয়ার উয়োনসান এলাকায় অবস্থান করছেন। তবে তার সন্দেহপ্রবণ কোনো চলাফেরা পরিলক্ষিত হয়নি। এর আগে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, হংকংয়ের একটি স্যাটেলাইট টেলিভিশন কিমের মৃত্যুর খবর প্রকাশ করলেও উত্তর কোরিয়া থেকে তা নিশ্চিত করা হয়নি। কিম জং উনকে সর্বশেষ জনসমক্ষে দেখা যায় ১১ এপ্রিল দলের পলিটব্যুরোর এক মিটিংয়ে। তবে ১৫ এপ্রিল দেশের প্রতিষ্ঠাতা ও তার দাদা কিম ইল সুংয়ের জন্মদিনে তাকে অনুপস্থিত দেখা গেছে। এরপরই নানা জল্পনা ছড়িয় পড়ে। এদিকে নিউজউইককে পেন্টাগনের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়ার নেতার শারীরিক অবস্থা নিয়ে যেসব খবর প্রকাশ পাচ্ছে তার ওপর আমেরিকা অব্যাহতভাবে নজর রেখে চলেছে। এদিকে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ডেইলি এনকে'র অনলাইন প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত ধূমপান, বিষণ্ণতা এবং কাজের চাপের কারণে স্ট্রোক করেছেন কিম জং উন। ওই প্রতিবেদনে বলা হয়, হেইংসাং জেলার একটি বাগানবাড়িতে তার অস্ত্রপচারের পর চিকিৎসা চলছে। কিমের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তার মেডিকেল টিমের অধিকাংশ সদস্যই রাজধানী পিয়ংইয়ংয়ে ফিরে এসেছেন। তবে কয়েকজন চিকিৎসক এখনো তার সঙ্গেই অবস্থান করছেন। তবে এই প্রতিবেদনটিকে আলাদাভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সিএনএন। এরমধ্যে উত্তর কোরিয়ার ছোট একটি শহরের অবকাশ যাপন কেন্দ্রে কিম জং উনের ব্যক্তিগত একটি ট্রেন স্যাটেলাইটের মাধ্যমে শনাক্ত করা গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের একটি নজরদারি দল। ৩৮ নর্থ নামের ওই নজরদারি দলের ওয়েবসাইটে বলা হয়, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের উয়োনসানের একটি স্টেশনে গত ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত কিমের ট্রেনটি অবস্থান করেছিল। তাদের দাবি, ট্রেনের অবস্থানের মাধ্যমে বোঝা যায় কিম একটি অভিজাত এলাকায় আছেন। তবে এই ট্রেনের উপস্থিতি কিমের শারীরিক অবস্থা নিয়ে কোনও আভাস দিচ্ছে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নজরদারি দল ৩৮ নর্থ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply