১ হাজার ২৭৪ কোটি টাকা দিচ্ছে ফিফা!
মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত ফুটবল। কঠিন এই সময়ে সদস্য দেশগুলোর পাশে দাঁড়িয়েছে ফিফা।
করোনাকাল মোকাবিলায় বিশাল আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। ২১১ সদস্য দেশকে ফিফা দিচ্ছে ১৫০ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ২৭৪ কোটি টাকা। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ফিফা।
২০১৯ ও ২০২০ সালের ‘অপারেশনাল’ তহবিল বন্টন করা হবে সব সদস্য দেশের মধ্যে। ২০২০ সালের ‘অপারেশনাল’-এর অর্থ জুলাইয়ে দেওয়ার কথা থাকলেও ফুটবলের এই কঠিন সময়ে দেশগুলোর পাশে দাঁড়াতে আগেই দেওয়া হচ্ছে।
ফিফার এই বিশাল অনুদানে প্রত্যেক সদস্য দেশ পাবে ৫ লাখ ইউএস ডলার করে। এর সঙ্গে বাড়তি তহবিলের অর্থও যোগ হতে পারে। নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করে সবসময় আর্থিক সহায়তা দিয়ে থাকে ফিফা, তবে এবারের বিষয়টি ব্যতিক্রম। করোনার কারণে আর্থিক সহায়তায় কোনও মানদণ্ড থাকছে না। প্রত্যেক সদস্য দেশ দ্রুততম সময়ের মধ্যে পেয়ে যাবে এই অনুদান।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে পুরো ফুটবল অঙ্গন অপ্রত্যাশিতভাবে পাল্টে গেছে। কঠিন এই সময়ে গভর্নিং বডি হিসেবে ফিফার দায়িত্ব সবাইকে সাহায্য করা। যেটির শুরু করছি আমরা তাৎক্ষণিক আর্থিক সহায়তার মাধ্যমে, অনেক সদস্য দেশ নিদারুণ অর্থ কষ্টে আছে।
Tag: games

No comments: