Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সৌদিতে ১৬ দিনের জন্য ৮ ঘণ্টা কারফিউ প্রত্যাহার




করোনাভাইরাস নিয়ন্ত্রণে সৌদি আরবে ১৬ দিনের জন্য ৮ ঘণ্টা করে কারফিউ প্রত্যাহারের আদেশ দিয়েছে দেশটির সরকার। এক রাজকীয় ফরমান জারির মাধ্যমে রোববার (২৬ এপ্রিল) থেকে ১৩ মে পর্যন্ত মক্কা ও কোয়ারেন্টাইন করা এলাকাসমূহ ছাড়া পুরো সৌদি আরবের জন্য এ আদেশ দেয়া হয়েছে। আদেশ অনুযায়ী প্রতি দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ প্রত্যাহার করা হয়েছে। এ সময় ৫ জনের বেশি একত্র হওয়া যাবে না বলেও জানানো হয়েছে। রাজকীয় ফরমানে আরো যে সব বিষয় উল্লেখ করা হয়েছে সে অনুযায়ী, ৩ রমজান রোববার (২৬ এপ্রিল) থেকে আগামী ২০ রমজান (১৩ মে) বুধবার পর্যন্ত পবিত্র মক্কা নগরী ও বিভিন্ন শহরে সম্পূর্ণ কোয়ারেন্টাইন করা এলাকা ছাড়া পুরো সৌদি আরবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ প্রত্যাহার করা হয়েছে। পূর্বের কারফিউ আওতামুক্ত বিভিন্ন সেক্টরসহ আরো কিছু আর্থিক ও বানিজ্যিক সেক্টরের কার্যক্রম আগামী ৬ রমজান (২৯ এপ্রিল) বুধবার থেকে ২০ রমজান (১৩ মে) বুধবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালাতে পারবে। এর মধ্যে যে সব সেক্টর চালু হবে, তার মধ্যে পাইকারি ও খুচরা বিক্রয়ের ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন শপিং মল। তবে এসময় অবশ্যই সামাজিক দুরত্ব নিশিচত করতে হবে মর্মে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া যে সমস্ত সেক্টরে সামাজিক দুরত্ব বজায় রাখা যায়না, যার মধ্যে সেলুন, বিউটি পারলার, ফিটনেস সেন্টার, বিনোদন কেন্দ্র, সিনেমা, কফি শপ, রেস্টুরেন্টসহ সেসকল সেক্টর সমূহ আগের মতই বন্ধ থাকবে। সৌদি কন্ট্রাক্টিং প্রতিষ্ঠান বা মুকাওয়ালাত,ফ্যাক্টরি তাদের কার্যক্রম আগামী ৬ রমজান (২৯ এপ্রিল) বুধবার থেকে ২০ রমজান (১৩ মে) বুধবার পর্যন্ত তাদের কাজের ধরন অনুযায়ী কোন রকম সময়ের বাধ্যবাধকতা ছাড়াই চালু রাখতে পারবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply