Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » বরগুনা ৩ দিন সাইকেল চালিয়ে বাড়ি গেলেন করোনা আক্রান্ত যুবক




করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত এক যুবক তিন দিন সাইকেল চালিয়ে বাড়িতে পৌঁছেছেন। ওই যুবকের বাড়ি বরগুনা। পরিবারের লোকজন তাকে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিলেও তিনি তা শোনেননি। তাই নিজের বাড়িতে উঠতে না পেরে শ্বশুরবাড়িতে গিয়ে ওঠেন। পরে তার লালা (সোয়াব) পরীক্ষা করে করোনা পজিটিভ আসে। জানা গেছে, সাভারের একটি পোশাক কারখানায় চাকরি করেন ওই যুবক। গত ৫ এপ্রিল তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। ওই যুবকের বাবা জানান, গত ৭ এপ্রিল সকালে ছেলের বউয়ের মাধ্যমে অসুস্থ অবস্থায় বাড়ি রওনা করার খবর জানতে পারি। পরে আমার ছেলেকে ফোন দিয়ে বাড়ি আসতে নিষেধ করি। কিন্তু সে তা শোনেনি। তিনদিন সাইকেল চালিয়ে ১০ এপ্রিল বিকেলের দিকে ছেলে বাড়িতে আসে। তার স্ত্রী তাকে ঘরে প্রবেশ করতে দেয়নি। তাই সে তার শ্বশুরবাড়িতে অবস্থান নেয়। শ্বশুরবাড়িতে যাওয়ার পর সে আরও অসুস্থ হয়ে পড়ে। এরপর জানতে পারি, আমার ছেলের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে। ওই যুবকের স্ত্রী বলেন, আমি তাকে বরগুনা আসতেই নিষেধ করেছিলাম। তিনি আমার কথা শোনেনি। বরগুনায় আসার পরও বাড়িতে উঠতে দেয়নি; হাসপাতাল যেতে বলি। কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি। বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, ১২ এপ্রিল ওই যুবকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়। ১৪ এপ্রিল তার রিপোর্ট আসে। সেখানে ওই যুবককে পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়। তিনি এখন হাসপাতালের আইসোলেশনে আছেন। এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন বলেন, করোনা আক্রান্ত ওই যুবক এখন ভালো আছেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকেরা সার্বক্ষণিক তার কাছাকাছি থাকছেন। তার শ্বশুরবাড়িসহ দুটি বাড়ি লকডাউন করেছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply