লেবাননে স্ত্রীসহ ৯ জনকে গুলি করে হত্যা
মহামারি করোনার মাঝেও ঘটলো নারকীয় ঘটনা। লেবাননের রাজধানী বৈরুতে এক ব্যক্তি গুলি করে হত্যা করলেন ৯ জনকে। হত্যাকাণ্ড থেকে বাদ যায়নি তার স্ত্রীও।
দক্ষিণ বৈরুতের বাকলিনের পাহাড়ি এক গ্রামে প্রথমে তার স্ত্রীকে হত্যা করেন ওই ব্যক্তি। এরপর বন্দুক দিয়ে গুলি করে আরো আটজনকে হত্যা করেন তিনি। নিহতদের মধ্যে রয়েছে পাঁচজন সিরিয়ার নাগরিক। বাকি চারজন লেবাননের। তাদের হত্যা করে গ্রামের বিভিন্ন জায়গায় মরদেহগুলো ফেলে রাখা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) এই ঘটনা ঘটে। হত্যার উদ্দেশ্য কী তা এখনো জানা যায়নি।
লেবাননের রাষ্ট্রীয় জাতীয় সংবাদ সংস্থা বলেছে, হত্যা করার পর বন্দুকধারী আশপাশের মাঠে পালিয়ে যায়। তাকে নিরাপত্তা বাহিনী ধাওয়া করে। লেবাননে এধরণের ঘটনা বিরল। ওই এলাকাটিতে এক মিলিয়নেরও বেশি সিরিয়ান শরণার্থী এবং অন্যান্য বাসিন্দারা বসবাস করে।
দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব এই ভয়াবহ অপরাধের নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, নিরাপত্তা বাহিনী ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষকে এই ঘটনার তদন্ত করার জন্য আহ্বান জানানো হয়েছে। অপরাধীকে চিহ্নিত করে গ্রেপ্তারের আদেশ দেয়া হয়েছে।
Tag: world
No comments: