ইয়েমেনে সৌদি ও আমিরাতপন্থি গেরিলাদের দ্বন্দ্ব চরমে; স্বশাসন ঘোষণা

ইয়েমেনে সৌদিপন্থী গেরিলাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে সংযুক্ত আরব আমিরাতপন্থী গেরিলারা। তারা বলেছে, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের দক্ষিণাঞ্চলে তারা একটি স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠা করবে।
আজ (রোববার) দিনের শুরুর দিকে এক বিবৃতি প্রকাশের মাধ্যমে কথিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বন্দরনগরী এডেন এবং দক্ষিণাঞ্চলের অন্যান্য এলাকায় জরুরি অবস্থা জারি করে। সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল সংযুক্ত আরব আমিরাত সরকারের সমর্থন নিয়ে গঠিত।
বিবৃতিতে বলা হয়েছে, সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল ইয়েমেনের দক্ষিণাঞ্চলে স্ব-শাসিত প্রশাসন প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছে যা ২৫ এপ্রিল শনিবার মধ্যরাত থেকে কার্যকর হবে। সৌদি সমর্থিত আব্দ রাব্বু মানসুর হাদির সরকারকে দুর্নীতি পরায়ন ও ব্যর্থ বলে অভিহিত করেছে সাউদার্ন কাউন্সিল।
মানসুর হাদি সরকারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল-হাজরামি সাউদার্ন কাউন্সিলের এ ঘোষণা প্রসঙ্গে বলেছেন, তাদের সঙ্গে এই কাউন্সিলের যে সমঝোতা হয়েছিল তা পুরোপুরি ভেঙে গেল। তিনি বলেন, সাধারণ কাউন্সিলের এই ঘোষণার পর এখন সশস্ত্র সংঘাত শুরুর আশঙ্কা দেখা দিয়েছে।
No comments: