Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » সৌরভের প্রিয় আর ধোনির অপ্রিয় ছিলেন যুবরাজ




২০১১ বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা যুবরাজ সিং। আসরের শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত পারফর্ম করে ধোনির দলকে জিতিয়েছেন বিশ্বকাপ। কিন্তু যুবরাজকে দলে নিতে ঘড়িমষি ছিল অধিনায়কের। এর কারণ হিসেবে যুবরাজ জানালেন, সুরেশ রায়নাকে পছন্দ ছিল ধোনির। তাই যুবরাজকে দলে নিতে চাইতেন না বলে মন্তব্য করেছেন এই অল-রাউন্ডার। সুরেশ রায়নাকে ধোনি খুব পছন্দ করত। খারাপ খেললে তাকে সমর্থন দিতো। সব অধিনায়কেরই দলে কেউ না কেউ পছন্দের থাকে। তখন ধোনির পছন্দের ক্রিকেটার ছিল রায়না। ওই সময়ে ইউসুফ পাঠানও দারুণ ফর্মে ছিল। সঙ্গে আমিও ভাল খেলছিলাম। ব্যাটে রান আসছিল, উইকেটও নিচ্ছিলাম। ২০১১ বিশ্বকাপের দলে নিয়মিত সুযোগ হবার কারণও জানালেন যুবরাজ। ‘রায়না যদিও খুব একটা ভাল ছন্দে ছিল না তখন। দলে বাঁ-হাতি স্পিনার বলতে কেউ ছিল না। এ দিকে আমি উইকেটও নিচ্ছিলাম। তাই আমাকে দলে না নিয়ে উপায় ছিল না।’ ধোনি রায়নাকে পছন্দ করলেও সৌরভ গাঙ্গুলীর পছন্দের শীর্ষে ছিলেন যুবরাজ। এমনটাও জানিয়েছেন তিনি। ‘আমার সবচেয়ে প্রিয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। যত জনের নেতৃত্বে খেলেছি অধিনায়কদের মধ্যে দাদা আমাকে সবচেয়ে বেশি উৎসাহ যুগিয়েছিল। উনি তরুণ প্রতিভা লালন-পালন করত। তিনি এও বলেছিল যে, চার-পাঁচ জন ছেলেকে দরকার যারা কিনা শক্তিশালী দল গড়ে তুলতে সাহায্য করবে। আর এদের সবারই পাশে ছিল দাদা।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply