Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ইতালিতে ফের বেড়েছে মৃতের সংখ্যা




ইতালিতে ফের বেড়েছে মৃতের সংখ্যা ইতালিতে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃতের সংখ্যা ফের বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৫৭৫ জন। আর বৃহস্পতিবারে এ সংখ্যা ছিল ৫২৫ জন। দেশটিতে প্রাণঘাতী করোনায় এখন পর্যন্ত মোট মারা গেছেন ২২ হাজার ৭৪৫ জন। সেখানে মোট শনাক্তের সংখ্যা ১ লাখ ৭২ হাজার ৪৩৪ জন। এদিকে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরই দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো করোনার উপস্থিতি নিশ্চিত হন দেশটির স্বাস্থ্যকর্মীরা। চীনের গণ্ডি পেরিয়ে বিশ্বের ২২০টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা এখন দেড় লাখ ছাড়িয়েছে। অন্যদিকে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে ২২ লাখ ৫০ হাজারের বেশি মানুষ। গতকাল বাংলাদেশে নতুন করে ২৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৮৩৮ জনে দাঁড়াল। অন্যদিকে মারা গেছেন ১৫ জন। এতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply