Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » নরওয়ে শিথিল, তবুও সার্ফিং নেই সেখানে




পুরো ইউরোপজুড়ে লকডাউনে কড়াকড়ি থাকলেও অনেকটাই শিথিল নরওয়ে। উত্তর মহাসাগরে সার্ফিংয়ের সুযোগও পাচ্ছেন সার্ফাররা। সার্ফারদের সঙ্গে কাজ শুরু করতে না পারলেও সময়টা বেশ ভালোই কাটাচ্ছেন দেশটির জাতীয় সার্ফার দলের কোচ। তবে দ্রুতই কাজে ফেরার প্রত্যাশা। লকডাউনের প্রভাব কেবল স্থলের খেলায় নয়, জলের খেলাতেও বাঁধ সেধেছে। দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া কিংবা ব্রাজিলের বিচে নেই চেনা ছবি। সমুদ্রের ঢেউ চীরে ছুতে চলা সার্ফাররাও একরকম নির্বাসিত। তবে, কিছুটা স্বস্তি পেতে পারেন নরওয়ের সার্ফাররা। দেশটিতে এখনও সুযোগ আছে সার্ফিংয়ের। তবে তার জন্য যেতে হবে উত্তর সাগরের তটে। যেখানে বালুতট নেই, কেবলই বরফের সমাহার। মূলত দেশটিতে লকডাউন এখনও খানেকটা ঢিলেঢালা বলেই সার্ফারদের ভাগ্য কিছুটা ফিরেছে। মাতৃভূমির দক্ষিণ আফ্রিকার চেয়ে ঢের তফাৎ নরওয়ের গড়ন। তাইতো নর্ডিক দেশটির জাতীয় সার্ফার দলের কোচ বেশ মুগ্ধ। শ্যানন এইন্সলে বলেন, বর্তমানে এইটাই একমাত্র জায়গা যেখানে আমরা অবাধে চলাচল করতে পারছি। স্নো-বোর্ডিংয়ের সুযোগ আছে। আর সার্ফিংও করতে পারছি। সবচে মজার বিষয় আমার দেশে সমুদ্রে হাঙ্গরের ভয় থাকতো। তবে এখানে সেই ভয় নেই। তাই আমি দারুণ উপভোগ করছি। কিছুদিন আগেই নরওয়েজিয়ান সার্ফারদের কোচের দায়িত্ব নিয়েছেন। তবে কাজে নামা হয়নি এখনও। শ্যানন এইন্সলে আরও বলেন, আমি এখন যতদ্রুত সম্ভব কাজে ফিরতে চাই। সমুদ্রের ঢেউয়ে সার্ফিং বোর্ডের কৌশলগুলো ছেলে-মেয়েদের শেখাতে চাই। তবে আপাতত আমি নিজেকে বোঝাচ্ছি যে সময়টা আমাদের অনুকূলে নেই। আশা করি দ্রুতই সব ঠিক হয়ে যাবে। মার্চের মাঝামাঝি সময়ে নরওয়েতে লকডাউন ঘোষণার পর পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসায় তা আংশিক শীথিল করা হয়েছে। গেলো সপ্তাহে বেশ কিছু স্কুল ইতোমধ্যেই খুলে দেয়া হয়েছে। আগামী সপ্তাহেই সবকিছু স্বাভাবিক করে দিতে পারে নরওয়ে সরকার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply