Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » করোনার ভয় নেই যাত্রাবাড়ীতে, অথচ সেখানে ৩৩ জন আক্রান্ত!




করোনার ভয় নেই যাত্রাবাড়ীতে, অথচ সেখানে ৩৩ জন আক্রান্ত! ঢাকার মধ্যে যাত্রাবাড়ীতে তৃতীয় সর্বোচ্চ ৩৩ জনের করোনা শনাক্ত হওয়ার পরও মানুষ ও যানবাহনের ঢল চোখে পড়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে যাত্রাবাড়ী মোড়ে গিয়ে যানজট দেখতে পাওয়া যায়। এসময় পুলিশের তেমন একটা তৎপরতা চোখে পড়েনি। প্রাণপণে ছুটতে চাওয়া রোগীবাহী অ্যাম্বুলেন্স। ঠাঁয় দাঁড়িয়ে আছে যানবাহনের চাপে। যাত্রাবাড়ী মোড়ের চিত্র দেখলে মনে হয় না করোনার ভয়ে জড়োসড়ো মহানগরী। পণ্যবাহী তো বটেই যাত্রীবাহী যানবাহন চলছে অবাধে। নিরাপদ দূরত্বের বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে জমিয়ে আড্ডাও দিতে দেখা যায় অনেককে। সরকারি আদেশ অনুরোধ কিংবা শাস্তি কোনোটাই মানছে না মানুষ। ঘর থেকে বেরুনো এই মানুষগুলো শুধু যে অন্যের ঝুঁকি তৈরি করছেন তাই নয় তারা ঝুঁকিতে ফেলছেন নিজেকে এবং পরিবারকে। সময় সংবাদে প্রচারের পরই রাস্তায় হঠাৎ উদয় হয় পুলিশ। ধাওয়া দিয়ে তাড়ানো হয় মানুষ। সরেজমিনে চোখে না পড়লেও পুলিশের দাবি মাঠে ছিলেন তারা। যাত্রাবাড়ী থানা পরিদর্শক (অপারেশন) আয়েন মাহমুদ বলেন, 'ভোর ৫ টা থেকে আমরা কাজ করে আসছি। এত বোঝানোর পরও তারা কেউ বুঝতে চাচ্ছে না সচেতনও হচ্ছে না। আমরা যখন থাকি তখন তারা সচেতন হয়, আবার চলে গেলে আগের মতো হয়ে যায়।' রাজধানীর এই হটস্পটে ঘরে থাকার কথা ভাবছেন না কেউই।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply