লকডাউনে ভিডিও কলে বিয়ে হবে নিউইয়র্কে
করোনাভাইরাসের থাবায় নিউইয়র্ক শহর এখন মৃত্যুপুরী। শহরের চারদিকে লাশ আর লাশ। করোনায় এখন পর্যন্ত মারা গেছে ১৭ হাজার ৬৭১ জন। আক্রান্ত হয়েছে ২ লাখ ৪১ হাজার। এমন ভয়াবহ পরিস্থিতিতে ভিডিও কলে বিয়ের অনুমতি দিয়েছেন গভর্নর অ্যান্ড্রু কুওমো।
শনিবার (১৮ এপ্রিল) গভর্নর বলেছেন, নিউইয়র্কের বাসিন্দারা করোনভাইরাস প্রাদুর্ভাবের কারণে শহরের বিবাহ অফিস বন্ধ থাকাকালীন ভিডিও কলের মাধ্যমে তাদের বিবাহ অনুষ্ঠান করতে পারবেন।
তিনি আরো বলেন, ‘ 'আমি একটি নির্বাহী আদেশ জারি করছি। এই আদেশে নিউইয়র্কে দূর থেকে বিয়ের লাইসেন্স পেতে এবং কর্মকর্তাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হবে।'
নিউইয়র্কে বিয়ের অনুমতি পেতে পাত্র-পাত্রীকে সশরীরে ম্যারেজ ব্যুরো'তে উপস্থিত হয়ে আবেদন জানাতে হয়। তবে করোনার কারণে সেই আইন শিথিল করা হলো। যাতে নগরীর বাসিন্দারা লকডাউনে ভিডিও কলের মাধ্যমে দূরে বসে বিয়ে করতে পারেন।
সূত্র: ভ্যানগার্ড।
Tag: others

No comments: