করোনার তাণ্ডব কতদিন, জানালেন ইসরায়েলি বুদ্ধিজীবী
বাড়িতে পতাকা টাঙিয়ে হাসপাতালকর্মীকে ইটভাটায় থাকতে বললেন ইউপি চেয়ারম্যান!
করোনার গতিপথ বা প্যাটার্ন নিয়ে এবার তথ্য দিল ইসরায়েল। ইসরায়েলের খ্যাতনামা বুদ্ধিজীবী ইসহাক বেন-ইসরায়েলের মতে, করোনার প্রাদুর্ভাবের ফলে মৃত্যুর ও আক্রান্তের হার ৪০ দিনের মাথায় সর্বোচ্চ স্তরে পৌঁছায়। আর ৭০ দিনের মাথায় প্রায় শূন্যে নেমে আসে।
ইসহাক বেন-ইসরায়েল বলেন, আমাদের বিশ্লেষণ বলছে, সব দেশেই করোনা একটি অপরিবর্তণীয় প্যাটার্ন মেনে চলছে। আশ্চর্যজনকভাবে, এ প্যাটার্নগুলো মিল রয়েছে যে দেশগুলোতে কঠোর লকডাউন মেনে চলা হচ্ছে। আর যে দেশগুলোতে লকডাউন মেনে চলা হচ্ছে না বা সাধারণ জীবন অব্যাহত রয়েছে। তার একটি গবেষণায় এমনটাই লিখেছেন।
১৬ এপ্রিল ইসহাক বেন-ইসরায়েলের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। তিনি বলেন, সুতরাং চলুন স্কুল এবং কাজে ফিরে যাই।
সূত্র: আনোরাক

No comments: