আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ১
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনির শিকার হয়ে জুয়েল (৩৮) নামে একজন নিহত হয়েছেন। নিহত জুয়েল স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী এলাকার আল-আমিনের ছেলে। বুধবার রাতে এ গণপিটুনির ঘটনা ঘটে।
স্থানীয় একটি মসজিদ থেকে মাইকিং করে লোকজন জড়ো করে তাকে গণপিটুনি দেয়া হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার সকাল ছয়টায় খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
পুলিশ জানায়, লস্করদী এলাকায় কাদের নামে এক ব্যক্তির বাড়িতে নিহত ব্যক্তিসহ একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় এলাকাবাসী টের পেয়ে স্থানীয় মসজিদ থেকে মাইকিং করে গ্রামবাসীকে প্রস্তুত হতে ঘোষণা দেয়া হয়। পরে এলাকার লোকজনের ধাওয়ায় অন্যরা পালিয়ে যেতে পারলেও জুয়েলকে হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসী। এক পর্যায়ে তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে ফিরে আড়াইহাজার থানার এসআই আশাদুর রহমান বলেন, আমি এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরেছি নিহত ব্যক্তি একজন ডাকাত ছিলেন। তিনিসহ তার সঙ্গে থাকা আরো ৮ থেকে ১০জন রাতে স্থানীয় কাদের নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এক পর্যায়ে এলাকাবাসী টের পেয়ে মসজিদ থেকে মাইকিং করে। পরে ধাওয়া দিলে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। তিনি আরো বলেন, জুয়েলকে ধরে গণপিটুনি দেয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত হয়।
Tag: Zilla News

No comments: