ত্রাণ আত্মসাতে জড়িত কাউকে ছাড় দেবে না দুদক
সরকারের ত্রাণ আত্মসাতে যাকেই সম্পৃক্ত পাওয়া যাবে, তাকেই আইনের আওতায় নিয়ে আসতে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
তিনি বলেছেন, ত্রাণ আত্মসাতে সম্পৃক্ত কাউকেই ছাড় দেয়া হবে না।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুদকের এক সভায় কর্মকর্তাদের কর্মস্পৃহাকে স্বাগত জানিয়ে ইকবাল মাহমুদ এ কথা বলেন।
দুদকের গোয়েন্দা শাখা থেকে সংস্থার অভিযানের সর্বশেষ অগ্রগতি অবহিত করা হয় অনুষ্ঠানে। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশন সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ত্রাণসহ অন্যান্য সরকারি সুবিধা আত্মসাতের অভিযোগে এ পর্যন্ত (দেশের বিভিন্ন জেলায়) সাতটি মামলা দায়ের করেছে।

No comments: