Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » রাজ্যের অডিট প্যানেল জানাল মৃত ৫৭ করোনা আক্রান্তের ৩৯ জনই কো-মর্বিডিটির শিকার




এই প্রথম রাজ্যের তরফে সরকারি ভাবে করোনা (Coronavirus) আক্রান্ত হয়ে ৫৭ জনের মৃত্যুর কথা মেনে নেওয়া হল। রাজ্য সরকার (West Bengal Government) শুক্রবার জানিয়েছে এযাবৎ ৫৭ জনের মৃত্যু হলেও এঁদের মধ্যে ৩৯ জন কো-মর্বিডিটির শিকার। অর্থাৎ অন্য অসুখেও ভুগছিলেন তাঁরা। মাত্র ১৮ জন মারা গিয়েছে কোভিড-১৯-এর (COVID-19) কারণে। বাংলার অডিট কমিটি শুক্রবার এমনই জানিয়েছে। বৃহস্পতিবারই কেন্দ্রীয় দলের তরফে রাজ্যের অডিট কমিটির কাছে রাজ্যের করোনা আক্রান্তের ঘোষিত সংখ্যা নিয়ে প্রশ্ন‌ তোলে। দলের তরফে আরও জানতে চাওয়া হয় আইসিএমআর-এর নির্দেশ মেনে কোভিড-১৯-আক্রান্ত হয়ে মৃত্যু হলে মৃত্যুর শংসাপত্র লেখার জন্য চিকিৎসকদের কোনও কমিটি তৈরি করা হয়েছিল কিনা। রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহাকে এক চিঠিতে শুক্রবার কেন্দ্রীয় দলের প্রধান অপূর্ব চন্দ্রের তরফে জানতে চাওয়া হয় সেই সব করোনা আক্রান্তের মৃত্যুর ব্যাপারে, যাঁদের মৃত্যুর সঙ্গে অন্য অসুখের যোগ রয়েছে। মুখ্যমন্ত্রীর চিঠির পাল্টা ‘জবাব' রাজ্যপালের, দিলেন ১৪ পাতার চিঠি এই ধরনের মৃত্যুকে চিহ্নিত করতে এমন কোনও কমিটি গঠন করা হয়েছিল কিনা তাও জানতে চান তিনি। কেন এই বিষয়ে সিদ্ধান্ত নিতে এত দেরি হচ্ছে, প্রশ্ন তোলেন অপূর্ব। তিনি রাজ্যের স্বাস্থ্য সচিবের প্রসঙ্গও উত্থাপন করেন, যেখানে তাঁকে বলতে শোন‌া গিয়ে্ছিল কোনও করোনা রোগী পথ দুর্ঘটনায় মারা গেলে বলা যাবে না তিনি করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। অপূর্ব জানান, এমন কথায় কোনও যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। কেননা পথ দুর্ঘটনায় কোনও মৃত্যু ও হাসপাতালে কোনও রোগে ভুগে মৃত্যুর মধ্যে তফাত নেই।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply