মুম্বাই-চেন্নাইয়ে ৫৫ সাংবাদিক করোনায় আক্রান্ত
ভারতের মুম্বাই ও চেন্নাইয়ের কমপক্ষে ৫৫ সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবরের সন্ধানে নেমে করোনায় আক্রান্ত হন তারা।
এরমধ্যে ৫৩ জনই বাণিজ্যনগরী মুম্বইয়ের। বাকি দুজন চেন্নাইয়ের বলে জানা গেছে।
লকডাউনে ঘরে বসে থাকার উপায় তাদের নেই। নেই ঘরে বসে কাজ করার সুযোগও। পেশার তাগিদে রোজ ঘুরতে হচ্ছে অলি-গলি-রাজপথে। হাসপাতাল থেকে কোয়ারেন্টিন কেন্দ্রে। করোনার রেড জোন থেকে পিংক জোনে। তুলে আনছেন প্রতিদিনের তথ্য।
সোমবার (২০ এপ্রিল।) মুম্বইয়ের এক কর্মকর্তা ৫৩ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
সূত্রের খবর, মুম্বাই পুরসভা বাণিজ্য নগরীর মোট ১৭১ সাংবাদিকের সোয়াব টেস্ট করে তার মধ্যে ৫৩ জনের রিপোর্ট পজিটিভ আসে। পুরসভা সূত্রে খবর, আক্রান্ত সাংবাদিকদের আইসোলেশন ও কোয়ারেন্টিন কেন্দ্রে রাখা হবে।
এদিকে, তামিলনাড়ুর চেন্নাইয়ে রোববার ২ সাংবাদিকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। চেন্নাইয়ের একটি আবাসনে ৫০ জনের করোনা টেস্ট হলে, এক সাংবাদিকের রিপোর্ট পজিটিভ আসে। তিনি ওই আবাসনের বাসিন্দা। ইতিমধ্যে ওই আবাসনটিকে কোয়ারেন্টিন করা হয়েছে।
আক্রান্ত সাংবাদিককে রাজীব গান্ধী সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর সাংবাদিক ভর্তি সরকারি স্ট্যানলে হাসপাতালে।
Tag: others

No comments: