প্রতি শতাব্দীর ২০ সালেই আঘাত হানছে মহামারী
এখন এক আতঙ্কের নাম কোভিড উনিশ। মহামারিতে প্রতিদিনই হাজারো মানুষের মৃত্যু ঘটছে বিশ্বজুড়ে। এর আগেও বিশ্ব দেখেছে একাধিক মহামারী। রহস্যের বিষয় হচ্ছে, ঘুরে ফিরে প্রতি শতাব্দীর ২০ সালেই আঘাত হেনেছে দুর্যোগ। যা প্রাণ কেড়েছে কোটি কোটি মানুষের।
সাল ১৭২০। ফ্রান্সের মার্সেইতে প্রাদুর্ভাব ঘটে মহামারী প্লেগের। মাত্র দুই বছরে ব্যবধানে শহরটিতে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিলো। শহর থেকে মৃতদেহ সরাতে কয়েদিদের মুক্তি দিয়েছিল কর্তৃপক্ষ। মহামারীতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছিলো আনুমানিক ১০ লাখ।
ঠিক ১০০ বছর পর ১৮২০ সালে বিশ্বজুড়ে ভয়ঙ্কর রূপে আঘাত হানে কলেরা। এশিয়ার দেশগুলোতেই এর প্রাদুর্ভাব বেশি থাকায় ইতিহাসে তা 'এশিয়াটিক কলেরা' নামেও পরিচিত। সেসময় ভারত উপমহাদেশে কোটি মানুষের মৃত্যু হয়। এছাড়াও চীন, রাশিয়াসহ বিশ্বে সব মিলিয়ে কয়েক কোটি মানুষ মারা যায় কলেরায়।
১৯২০ সালে স্পেনে নতুন এক মহামারীর আর্বিভাব দেখা দেয়। ১৯১৮ তে শুরু হলেও ২০ এ তা ভয়াবহ রূপ ধারণ করে। স্প্যানিশ ফ্লু নামে পরিচিত মহামারিটি খুব দ্রতুই ছড়িয়ে পড়ে বিশ্ব জুড়ে। এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয় গোটা বিশ্ব। মাত্র দুইবছরে সেসময় প্রায় ৫০ কোটি মানুষ আক্রান্ত হয় ভাইরাসটিতে। বিশ্বজুড়ে মারা যায় ৫ কোটির বেশি মানুষ।
আবারও সেই ২০ সাল। ২০২০ এসে মহামারি করোনার কারণে ভয়াবহ এক সময় পার করছে বিশ্ব। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। কোথায় গিয়ে থামবে করোনার থাবা তা বলতে পারছেন না খোদ বিজ্ঞানীরাও।
No comments: