করোনা ভাইরাস প্রাদূর্ভাবে মেহেরপুরের গাংনী উপজেলা ষোলটাকা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঘরে থাকা কর্মহীন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার জুগীরঘোপা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক ওই ত্রাণ বিতরণ উদ্বোধন করেন।
এসময় এমএ খালেক বলেন, করোনা ভাইরাসের কারণে যারা কর্মহীন হয়ে পড়েছেন এলাকার জনপ্রতিনিধিদের দেয়া তালিকা অনুযায়ী স্ব-স্ব ওয়ার্ডে গিয়ে তাদের এ ত্রাণ প্রদান করা হবে। আগামীতে আরো সরকারি সহযোগীতার আশ্বাস দেন তিনি। এ সময় গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমানসহ এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
No comments: