অভুক্তদের পাশে গৌরী, প্রায় ১ লক্ষ মানুষকে খাওয়াচ্ছেন শাহরুখ-পত্নী
হিসেবও দেন গৌরী খান
অভুক্তদের পাশে গৌরী, প্রায় ১ লক্ষ মানুষকে খাওয়াচ্ছেন শাহরুখ-পত্নী
নিজস্ব প্রতিবেদন : লকডাউনের জেরে অভুক্ত, অসহায়দের পাশে দাঁড়াতে এবার হাজির হলেন গৌরী খান। মুম্বইয়ের বিভিন্ন এলাকার ৯৫ হাজার মানুষের অন্ন সংস্থানের দায়িত্ব নিলেন কিং খানের স্ত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই হিসেবও দেন গৌরী। যার মধ্যে পিম্পড়ি, করমালা চউল, গোরেগাঁও, হনুমান নগর,ভিমনগর, সান্তাক্রুজ, ইন্দিরানর, গোভান্দি-সহ একাধিক এলাকা রয়েছে। কোন এলাকার কতজন মানুষের অন্ন সংস্থানের দায়িত্ব নিলেন, সেই হিসেবও দেন শাহরুখ-পত্নী।
দেখুন...
করোনা সংক্রমণের জেরে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল-সহ পশ্চিমবঙ্গ এবং দিল্লির মুখ্যমন্ত্রীদের তহবিলেও অনুদান দিয়েছেন শাহরুখ খান। পাশাপাশি চিকিতসক এবং চিকিতসা কর্মীদের পাশে দাঁড়াতে বিএমসিকে ২৫ হাজার পিপিই-সহ কিটও দান করেছেন শাহরুখ।
করোনা সংক্রমণের জেরে গোটা বিশ্ব যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নিজের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন শাহরুখ খান।
Tag: Entertainment
No comments: