ভ্যাকসিন না এলে স্বাভাবিক জীবনে ফেরা হবে না: স্পেনের প্রধানমন্ত্রী
করোনাভাইরাসে বিপর্যস্ত স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, এই ভাইরাসের ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত স্বাভাবিক জীবনে ফেরা হবে না।
দেশটির পার্লামেন্টে বক্তৃতাকালে এমন মন্তব্য করেন তিনি।
গত ১৩ এপ্রিল অর্থনৈতিক ক্ষতি কমাতে চলমান লকডাউন সীমিত পরিসরে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় স্পেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিবিসি জানায়, কড়া নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি মেনে প্রক্রিয়াজাত, নির্মাণ শিল্প এবং অন্যান্য জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টদের কাজের সুযোগ দেয়ার পরিকল্পনার কথা ভাবছে দেশটির সরকার। তবে বাকিদের বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটির সাথে আলোচনা শেষে এমন সিদ্ধান্ত নেন।
কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে স্পেনে প্রায় ১৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজার ১০০ জন। যা গত পাঁচ দিনে আজকে সর্বোচ্চ সংখ্যাক আক্রান্ত হয়েছে। তবে মৃত্যু সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে। আজকে মৃত্যু হয়েছে ৫২৩ জন। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৭৭ হাজার ৬৩৩ জন আক্রান্ত হয়েছেন।
No comments: