করোনা সম্পর্কে ট্রাম্পের অভিযোগ: চীন ও রাশিয়ার প্রতিক্রিয়া
করোনা সম্পর্কে বেইজিংয়ের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের অভিযোগের নিন্দা জানালেন চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট। রুশ প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন ক্রেমলিনের বরাত দিয়ে এএফপি আজ জানিয়েছে ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং টেলিফোনে আলাপ করেছেন।
আলাপকালে দু'দেশের প্রেসিডেন্ট ওয়াশিংটনের কর্মকর্তাদের অভিযোগ নাকচ করে দেন। প্রেসিডেন্ট ট্রাম্পসহ সেদেশের অন্যান্য কর্মকর্তার অভিযোগ: করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে বিশ্বকে অবহিত করার ক্ষেত্রে চীন সময়ক্ষেপন করেছে। ওই দাবি প্রত্যাখ্যান করে করোনা মোকাবেলায় পুতিন চীনের প্রশংসা করেছেন। তিনি বলেছেন: চীন ভারসাম্যপূর্ণ ও কার্যকর পদক্ষেপ নেয়ায় সেদেশে করোনার বিস্তার স্থিতিশীল ছিল। চীনা প্রেসিডেন্টও করোনা সংকট নিয়ে রাজনীতি করার মার্কিন প্রচেষ্টাকে ব্যাপক ক্ষতিকর বলে মন্তব্য করেন। তিনি বলেন আমেরিকার এই রাজনৈতিক অবস্থান করোনা মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে ক্ষতির কারণ হবে।
মার্কিন প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট পুতিন বলেন: করোনাভাইরাস নিয়ে চীনের দুর্নাম করার ব্যাপারে কারো কারো চেষ্টা গ্রহণযোগ্য নয়। করোনা মোকাবেলায় চীন এবং রুশ প্রেসিডেন্ট পারস্পরিক সহযোগিতার কথা দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন। বিশেষজ্ঞ চিকিৎসকসহ ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বিনিময়ে উভয় দেশ আগ্রহ প্রকাশ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চীন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে ডাব্লিউএইচও’কে আর্থিক সহায়তা প্রদান বন্ধ করে দিয়েছে। ট্রাম্পের ওই পদক্ষেপের বিরুদ্ধে বিশ্বব্যাপী ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।#
Tag: world
No comments: