Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সন্তানদের যা দিয়ে গেছেন হকিং




সন্তানদের যা দিয়ে গেছেন হকিং

বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং নিজ উইলে তিন সন্তান ও তিন নাতি-নাতনির জন্য রেখে গেছেন এক কোটি ৬৩ লাখ পাউন্ড। শারীরিক অক্ষমতার কারণে ওই উইলে তিনি স্বাক্ষর করেছেন বুড়ো আঙুলের ছাপে। সংবাদ সংস্থা দ্য সানের প্রতিবেদনে জানা যায়, স্টিফেন হকিংওই উইলে নিজের সব একাডেমিক পুরস্কার এবং মেডাল সন্তান রবার্ট, টিমোথি এবং লুসির মধ্যে ভাগ করে দেয়ার নির্দেশ দিয়েছেন। ওই পুরস্কার এবং মেডেলের মধ্যে রয়েছে ১৩টি সম্মানসূচক ডিগ্রি, একটি সিবিই, মার্কিন প্রেসিডেনশিয়াল মেডাল অব ফ্রিডম এবং কম্প্যানিয়ন অব অনার পদক। এগুলো ছাড়াও সন্তান রবার্টের জন্য ঘড়ি, টিমোথিকে ঘূর্ণায়মান বুক কেস এবং লুসির জন্য এক ‘অ্যান্টিক ডেস্ক’ রেখে গেছেন হকিং। উইলের সঙ্গে থাকা এক আইনি নোটে বলা হয়েছে, এটি তার ‘ছাপ’-এর মাধ্যমে স্বাক্ষর করা হয়েছে কারণ, উইলটি পড়তে পারলেও শারীরিক সীমাবদ্ধতার কারণে উইলটি স্বাক্ষর করতে পারেননি তিনি। একটি ট্রাস্ট ফান্ডের অধীনে উত্তরাধিকারদের জন্য ওই সম্পদ রেখে গেছেন বিজ্ঞানী। ২০১৮ সালে ৭৬ বছর বয়সে স্টিফেন হকিং মারা যান, যাকে অনেকেই মনে করেন ‘আধুনিক সৃষ্টিতত্ত্বের উজ্জ্বলতম নক্ষত্র’ হিসেবে। স্টিফেন হকিংই সর্বপ্রথম আপেক্ষিক তত্ত্বের সাধারণ সূত্র এবং কোয়ান্টাম মেকানিক্সের সমন্ময়ে মহাবিশ্বের সৃষ্টি ব্যাখ্যা করেন। সূত্র: দ্য সান






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply