এপ্রিলের বাকি দিনগুলোতে বৃষ্টি অব্যাহত থাকবে
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজো বৃষ্টি হচ্ছে। এপ্রিলের বাকি দিনগুলোতে এই বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রাক বর্ষাকালীন বৃষ্টি ও কাল বৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে সারাদেশের উপর দিয়ে।
ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে অতিরিক্ত বৃষ্টি হবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর পশ্চিমা লঘুচাপের প্রভাবে মার্চ, এপ্রিল ও মে মাসে প্রচুর বৃষ্টিপাত হয় তারই অংশ হিসেবে গত বুধবার থেকে চলছে ঝড় ও বৃষ্টি।
তবে সমুদ্রে কোনরকম লঘুচাপ নেই তাই ঘুর্ণিঝড়েরও কোন সম্ভাবনা নেই। ঝড় ও বৃষ্টির সাথে ঘনঘন বিদ্যুৎ চমকানো ও শিলা বৃষ্টি হওয়া স্বাভাবিক বলে জানালেন আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালক।
আজ (শুক্রবার) দুপুর ১২টা পর্যন্ত রাজধানী ঢাকায় ১৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মংলায় ৮৩ মিলিমিটার। এছাড়াও শ্রীমঙ্গল ও কুড়িগ্রামের রাজারহাটে হয়েছে ৭০ মিলিমিটার বৃষ্টি।
Tag: others

No comments: