কৃষক নির্যাতনকারী সেই চেয়ারম্যান বরখাস্ত
নাটোরের লালপুরে ত্রাণ চাওয়ায় কৃষক নির্যাতনকারী ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার ও ইউপি সদস্য রেজাকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশ লালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহামুদুল হাসান ফোনে জানান, রোববার (১৯ এপ্রিল) দুপুরে তাদের বরখাস্তের আদেশে স্বাক্ষর করা হয়েছে।
গত ১০ এপ্রিল ৩৩৩-এ ফোন দিয়ে খাদ্য সহায়তা চান আঙ্গারিপাড়া এলাকার কৃষক শহিদুল ইসলাম। ত্রাণ চাওয়ায় গত ১২ এপ্রিল নাটোরের লালপুর উপজেলার অর্জুনপুর-বরমহাটী (এ-বি) ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আব্দুস সাত্তার ইউপি সদস্য রেজা ও কর্মচারী রুবেলকে সাথে নিয়ে কৃষক শহিদুল ইসলামকে নির্যাতন করেন।
১৫ এপ্রিল কৃষক শহিদুল ইসলাম বাদী হয়ে এই ৩জনকে অভিযুক্ত করে লালপুর থানায় মামলা করেন। এর প্রেক্ষিতে পাবনার ঈশ্বরদী থেকে ১৭ এপ্রিল তাদের গ্রেফতার করা হয়। তবে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানিন দ্যুতি জানান তিনি এখনো এ সংক্রান্ত কোন চিঠি পাননি।
Tag: Zilla News

No comments: