লকডাউনের জেরে বিদেশে আটকে, অসুস্থ মায়ের কাছে ফিরতে পারছেন না মৌনী
লকডাউনের জেরে বিদেশে আটকে, অসুস্থ মায়ের কাছে ফিরতে পারছেন না মৌনী
নিজস্ব প্রতিবেদন : অসুস্থ মৌনী রায়ের মা। তাই মায়ের সঙ্গে দেখা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন মৌনী। মা অসুস্থ হলেও কোনওভাবেই তাঁর সঙ্গে দখা করতে পারছেন না বলিউডের এই বাঙালি অভিনেত্রী।
রিপোর্টে প্রকাশ, বর্তমানে দুবাইতে রয়েছেন নাগিন অভিনেত্রী। দুবাইতে দিদির বাড়িতে গিয়ে আটকে পড়েন তিনি। দুবাই থেকে ফেরার আগেই ভারত জুড়ে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে দুবাই থেকে কোনওভাবেই দেশে ফিরতে পারেননি গোল্ড অভিনেত্রী। ফলে আপাতত দুবাইতেই রয়েছেন তিনি। সেখানে থেকেই মায়ের সঙ্গে রাখছেন নিয়মিত যোগাযোগ।
Tag: Entertainment
No comments: