ফ্রান্সে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা হ্রাস
ফ্রান্স জানিয়েছে, দেশটিতে গতকাল শুক্রবার ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন করে আরো ৩৮৯ জন প্রাণ হারিয়েছে। তবে আগের দিনের চেয়ে মৃত্যুর সংখ্যা কমেছে।
দেশটি আরো জানায়, হাসপাতাল ও আইসিইউতেও নতুন করে করোনা রোগীর সংখ্যা হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ফ্রান্সের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা জারোম সালোমন সাংবাদিকদের বলেন, দেশটির বিভিন্ন হাসপাতাল ও নার্সিং হোমে মারা যাওয়া সর্বশেষ এ সংখ্যা নিয়ে ফ্রান্সে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ২২ হাজার ২৪৫ জনে দাঁড়াল। তিনি আরো জানান, দেশটির হাসপাতালে করোনা রোগীর সংখ্যা ৫৬১ জন এবং আইসিইউতে ১৮৩ জন কমেছে।
তবে পর্যায়ক্রমে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমলেও তিনি বলেন, ‘ভাইরাস ছড়ানোর উচ্চমাত্রা এখনো বজায় রয়েছে। এ ক্ষেত্রে আমাদের অবশ্যই করোনাভাইরাস মোকাবিলা কার্যক্রম অব্যাহত রাখতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। এতে অবশ্যই ভালো ফল পাওয়া যাবে।’
Tag: Advertisement others

No comments: