অনুশীলনের অনুমতি পেল বার্সা-রিয়াল
প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে বিপর্যস্ত সারাবিশ্ব। এর প্রভাব খেলার মাঠে পড়েছে। বন্ধ রয়েছে সব ধরনের খেলাধূলা। তবে, ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরি আর দলগুলো অনুশীলনে ফেরার সময় ঠিক করে এগোচ্ছে। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই সেপ্টেম্বর থেকে মাঠে ফেরানোর সময় জানিয়ে দিয়েছে কনমেবল।
চ্যাম্পিয়ন্স লিগও শুরুর একটা লক্ষ্য ঠিক করেছে উয়েফা। স্প্যানিশ লা লিগাও সেদিকে এগিয়ে যাচ্ছে। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলো ‘যতদ্রুত সম্ভব’ অনুশীলনের অনুমতি পেয়েছে সরকারের দিক থেকে।
গতকাল সোমবার (২০ এপ্রিল) দ্য রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ), স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদ (সিএসডি) ও লা লিগা কর্তৃপক্ষের ভিডিও বৈঠকে ক্লাবগুলোর অনুশীলনের সিদ্ধান্ত এসেছে। শর্তের মধ্যে আছে, স্প্যানিশ সরকারের নির্ধারিত স্বাস্থ্য প্রোটোকল যথাযথ মানা ও করোনা পরিস্থিতি উন্নতির দিকটি বিবেচনা করা।
লা লিগা কর্তৃপক্ষ অনুশীলনে ফেরার অনুমতি পেয়ে স্বস্তিতে জানালেও এটা বলছে আসছে মে মাসের শেষ নাগাদের আগে মাঠে খেলা ফেরানোর সম্ভাবনা খুব একটা নেই।
গত মার্চ থেকে লিগের ম্যাচ স্থগিত আছে। অন্যদিকে স্পেনে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মৃত্যু ঘটেছে করোনাভাইরাসের কারণে।
Tag: games

No comments: