Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » চলমান পরিস্থিতিতে বুন্দেস লিগায় রুদ্ধদ্বার ম্যাচের পরামর্শ উইঙ্গার আলফোনসোর




চলমান পরিস্থিতিতে বুন্দেস লিগায় রুদ্ধদ্বার ম্যাচ হওয়াটা সমীচীন। অনুশীলনের ফাঁকে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বায়ার্ন মিউনিখ উইঙ্গার আলফোনসো ডেভিস। খেলা মাঠে ফিরলে যতবেশি সম্ভব ট্রফি জিততে চান মিউনিখ জায়ান্টদের জার্সিতে। শরণার্থী থেকে ইউরোপের স্বনামধন্য ক্লাবের অংশ হয়ে ওঠার পথটা মসৃণ ছিলোনা বলেও জানান এই কানাডিয়ান ফুটবলার। কোভিড নাইন্টিনের ত্রাসে স্থবির ক্রীড়াঙ্গণে যারা গতির সঞ্চার করেছে, তাদের শুরুর দিকের একটি ক্লাব বায়ার্ন মিউনিখ। ইউরোপ জুড়ে যখন লকডাউন, এমনকি খোদ জার্মানদের হাপিত্যেশ ছুটছিলো, তখন ফুটবলারদের মাঠে নামার সিদ্ধান্ত দেয় বুন্দেস লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। সামাজিক দূরত্ব মেনে অনুশীলন জারি আছে। লিগ শুরুর কোনো নিশ্চয়তা নেই। হলেও মাঠ দর্শক-সমর্থক শূণ্য থাকার সম্ভাবনা প্রবল। উদ্ভুত পরিস্থিতিতে বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন ক্লাবটির উইঙ্গার আলফোনসো ডেভিস। আলফোনসো ডেভিস জানান, এটা কঠিন। দর্শক-সমর্থকরাই ফুটবল মাঠের প্রাণ। তারাও একটা গুরুত্বপূর্ণ অংশ। ক্লোজড ডোর গেম হলে আমি তাদের শূন্যতা অনুভব করবো। তবে এমন মহামারীর সময়ে এটাই যৌক্তিক। সবার স্বাস্থ্যের কথা চিন্তা করলে এটাকে আমি সমর্থন দেই। স্বাভাবিক সময়ে তো দম ফেলার ফুসরত পাননা পেশাদার ফুটবলাররা। তবে এই অখন্ড অবসরে ভাবার সময় পাচ্ছেন। লক্ষ্য স্থির করে গন্তব্যে পৌঁছানোর ছক কষার সুযোগ পাচ্ছেন। তিনি জানান, প্রত্যেক ফুটবলারের লক্ষ্য থাকে তার দলের হয়ে যতসম্ভব ম্যাচ জয় করা, যতবেশি সম্ভব ট্রফি শোকেজে তোলা। আমার লক্ষ্যও অভিন্ন। আমিও চাই খেলা মাঠে গড়ালে বায়ার্নের হয়ে বেশি বেশি ম্যাচ জিততে। জয়ে অবদান রাখতে। তবে আপাতত লক্ষ্য নিজেকে সুস্থ্ আর ফিট রাখা। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে অতীতটাকে ফিরে দেখলে নিশ্চয় অনুপ্রেরণা পান ডেভিস। শরণার্থী থেকে ইউরোপের লিগে পেশাদার ফুটবলার; যাত্রাটা কেমন ছিলো? তিনি আরো জানান, পরিবারের সঙ্গে আমি কানাডায় শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলাম। আমি অনেক ছোট ছিলাম, তাই স্মৃতিটা পরিষ্কার নয়। মা-বাবার মুখে শুনেছি, সময়টা খুবই কঠিন ছিলো। তবে কানাডা সরকার আমাদের অনেক সাহায্য করেছে। আমার শিক্ষার ব্যবস্থা করেছে, তাদের জন্যই আমি খেলার সুযোগ পেয়েছি। ক্যারিয়ারে এতটা পথ আসার পেছনে তাদের অবদান অনস্বীকার্য। ২০২৩ সালের জুন পর্যন্ত মেয়াদ থাকলেও অনেক আগেই সময়সীমা বাড়িয়ে ২০২৫ সাল পর্যন্ত ডেভিসের সঙ্গে নতুন চুক্তি করেছে বায়ার্ন কর্তৃপক্ষ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply