বিদ্যুৎস্পৃষ্টে গেল চার গরু ও কুকুরের প্রাণ
রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় রাস্তায় মরে পড়ে ছিল ৪ গরু এবং একটি কুকুর। শুক্রবার (২৪ এপ্রিল) কোনাপাড়ার মোমেনবাগ রেড চিলি রেস্টুরেন্টের সামনে পশুগুলোকে মরে পড়ে থাকতে দেখা যায়।
খবর নিয়ে জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্টে ৪টি গরু ও একটি কুকুর মারা গেছে। দুপুরে কোনাপাড়ার মোমেনবাগ রেড চিলি রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী বিদ্যুৎ অফিসের কর্মীদের অবরুদ্ধ করে রাখার ঘটনাও ঘটে।
স্থানীয়রা জানান, রাস্তায় বিদ্যুতের ছেড়া তার পড়েছিল। দুপুরে বৃষ্টি হওয়ার পর সেখান থেকে আর্থিং হয়ে ৪টি গরু ও একটি কুকুর মারা যায়। গরুগুলো বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর স্থানীয় বিদ্যুৎ বিভাগকে ফোন করা হলে তারা ঘটনা জেনেও কল কেটে দেয় বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই লাইজু জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
Tag: others
No comments: