একাধিক তহবিলে অনুদান দিলেন করণ জোহর
বলিউডের নামী পরিচালক ও প্রযোজক করণ জোহর করোনা মোকাবিলায় এগিয়ে এলেন। প্রধানমন্ত্রীর তহবিলসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার তহবিলেও অনুদান দিয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের খবর, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গিভ ইন্ডিয়া, গুঞ্জ, জম্যাটো, দ্য আর্ট অব লিভিং, প্রোডিউসার্স গিল্ড অব ইন্ডিয়া, আইএএইতভি’র মতো একাধিক সংস্থার তহবিলে অর্থ সাহায্য করেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশনস পরিবার।
সোশ্যাল মিডিয়ায় নিজেই সেকথা জানিয়েছেন তিনি। শুধু তাই নয় দিন আনি দিন খাই মানুষের উদ্দেশে এক আবেগঘন বার্তাও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
তিনি লিখেছেন, গত ১ মাস ধরে গোটা দেশ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে এই অতিমারী শেষ না হওয়া পর্যন্ত সবাই নিরাপদে বাড়িতে থাকবে। কিন্তু এই মারণ ভাইরাসকে মোকাবিলা করতে হলে আরও বেশ কিছু কাজ করা দরকার। লকডাউন বেড়ে যাওয়ায় আমাদের অনেকের কাছেই পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠেছে। কিন্তু বিশেষ করে যারা দৈনন্দিন পারিশ্রমিক ভিত্তিতে কাজ করেন, তারা এমন চরম সংকটে পড়েছেন যে জানেনও তাদের পরের দিনের খাবারটা কোথা থেকে আসবে।
করণ আরও লিখেছেন, তাদের কৃত কর্মের জন্য তো তারা এই অবস্থায় পড়েননি, তাই সেসব মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের নৈতিক দায়িত্ব-কর্তব্য। সেই ভাবনা থেকেই যারা দুস্থদের মানুষদের সহায়তায় এগিয়ে এসেছে, সেসব সংস্থাগুলোর পাশে দাঁড়াল ধর্মা পরিবার
Tag: Entertainment

No comments: