অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেলেন যারা
২০২০-২১ মৌসুমের জন্য

। এ বছরের চুক্তিতে জায়গা পেয়েছেন ২০ জন ক্রিকেটার। প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তি ভুক্ত হলেন মার্নাস লেবুশেইন, অ্যাস্টন অ্যাগার, কেইন রিচার্ডসন, জো বার্নস সহ ৬জন ক্রিকেটার। চুক্তি থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার মার্কাস স্টোইনিস ও টপঅর্ডার ব্যাটসম্যান ওসমান খাজা। এছাড়া ১৫ জন নারী ক্রিকেটারকেও রাখা হয়েছে তালিকায়।
ঘরবন্দি, মাঠে নেই খেলা। মাস শেষে পাচ্ছেননা পুরো বেতন। এমন হালচিত্র অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। তবে এই দুর্দিনেও সুখবর পেলেন কয়েকজন।
করোনাভাইরাসের প্রভাবে মাঠের খেলা যেমন থমকে আছে, তেমটি আটকে ছিল ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিও। কিছুটা দেরিতে হলেও, তালিকা প্রকাশ করলো ক্রিকেট অস্ট্রেলিয়া। এবারের চুক্তিতে ঠাঁই পেয়েছেন ২০ ক্রিকেটার।
সুখবর পেলেন ৬ জন। প্রথমবারের মতো ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি ভুক্ত হলেন তারা। গেল বছরে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক মার্নাস লেবুশেইনের ডাক পাওয়াটা একপ্রকার অবধারিতই ছিল। তিনি ছাড়াও চুক্তির স্কোয়াডে প্রথমবারের মতো ডাক মিলেছে জো বার্নস, অ্যাস্টন অ্যাগার, কেইন রিচার্ডসন, ম্যাথু ওয়েড ও মিচেল মার্শের।
ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক ট্রেভর হন্স বলেন, লেবুশেইনকে নিয়ে বলার তো কিছু নেই। মিচেল মার্শ এবং ওয়েডও নিজেদেরকে প্রমাণ করেছে। ঘরোয়া ক্রিকেটে যারা ধারাবাহিকভাবে পারফর্ম করে চুক্তিতে থাকা তাদের প্রাপ্য।
গেল বছরের তালিকা থেকে রয়ে গেছেন ১৪ জন। তারা হলেন, স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, টিম পেইন, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল, ট্রেভিস হেড, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, জস হ্যাজলউড, নাথান লায়ন, প্যাটিনসন, ঝাই রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা।
কপাল পুড়েছে ৬ জন ক্রিকেটারের। কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন তারা। এই তালিকায় আছেন, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, নাথান কোর্টারনাইল, মার্কাস স্টোইনিস, মার্কাস হ্যারিস ও শন মার্শ। তবে যথারীতি জাতীয় দলের দরজা খোলা তাদের জন্যও। বছরজুড়ে পারফর্ম করে নিজেদের গ্রেড উন্নয়নের সুযোগ থাকছে তাদেরও। ১২ পয়েন্ট আদায় করে নিতে পারলে চুক্তিতে সুযোগ মিলবে তাদেরও।
ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক ট্রেভর হন্স বলেন, যদিও দুর্ভাগ্যজনকভাবে তালিকা থেকে বাদ পড়তে হয়েছে এর মানে এই নয় যে, আপনি জাতীয় দলে আর সুযোগ পাবেননা। যেকোনো সময়ে অস্ট্রেলিয়াকে প্রতিনিধিত্ব করার জন্য যে কারো ডাক পড়তে পারে।
কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করলেও, কে কোন ক্যাটাগরিতে থাকবেন কিংবা কিভাবে বেতন পাবেন সেটি এখনো নির্ধারণ করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।
No comments: